যুক্তরাজ্য প্রবাসী কয়েছ ও রুমেলের মায়ের মৃত্যুতে কাউন্সিলর লাকীর শোক
সিলেট নগরীর তেররতন এলাকার বিশিষ্ট মুরব্বি মরহুম হাজী সৈয়দ তোড়ন আলীর সহধর্মিনী,লন্ডন প্রবাসী সৈয়দ কয়েছ আহমদ,ও সৈয়দ রুমেল আহমদের মাতা হাজী মিনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন,সিলেট সিটি কর্পোরেশনের ২২,২৩ ও ২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।
শোকবার্তায় লাকী বলেন,তিনি ছিলেন খুব উদার মনের মানুস। দুর্যোগ-দুর্বিপাক মানুষের কঠিন বাস্তবতার মুখোমুখিতে ঝড়-বৃষ্টি, বন্যাসহ প্রাকৃতিক সব ধরনের বিপর্যয়ের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অসহায়দের প্রতি সাহায্যের হাত আড়িয়ে দিয়েছেন রমজান এলে অনেক গরিব-দুঃখী মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়। এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন সবসম।
আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ও শোক সহ্য করার জন্য,সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করছি।বিজ্ঞপ্তি