বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর রোশনা বেগমের দাফন সম্পন্ন
বিয়ানীবাজার প্রতিনিধি:বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর রোশনা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় স্বাস্থ্য বিধি মেনে তাকে সমাহিত করা হয়।শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে নারী স্বেচ্ছাসেবকরা স্বজনদের সহায়তায় মরদেহ গোসল করান। সকাল ১০টায় সুপাতলা শাহী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার নিজ গ্রাম সুপাতলায় পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ, রোশনা বেগম বিয়ানীবাজার পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নির্বাচিত হয়েছিলেন। শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যার কারণে গত ২ আগস্ট থেকে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। গত বৃহস্পতিবার তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। গতকাল শুক্রবার রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় করোনা সংক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে।