মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজার মৌলভীবাজার শ্রীমঙ্গল সড়কের গাড়ির চাপায় অজ্ঞাত (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগষ্ট) রাত ৮ টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত নারীর মানসিক ভারসাম্যহীন রাতে অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।