জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আবদুল মান্নান ওরফে মুন্না আহমদ (৩৫) নামে মাদক মামলার আসামি নিহত হয়েছে। সোমবার গভীর রাত ৩টা ৩৫ মিনিটে উপজেলার সুলতানপুর ইউনিয়নের অজরগ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুশঙ্কর পাল বার্তাবাহককে জানান, নিহত মুন্না ১২টি মাদক মামলার আসামি ছিল।
তিনি আরও জানান, মুন্নাকে সঙ্গে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করতে গেলে তার সঙ্গীরা পুলিশের ওপর গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এতে ৭ জন পুলিশ আহত হন। কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে মুন্নার গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।