কানাইঘাটে মায়ের মৃত্যুর ১২ ঘন্টা পর ছেলের মৃত্যু
সিলেটের কানাইঘাটে মায়ের মৃত্যুর ১২ ঘন্টা পর তার এক ছেলের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম এবাদুর রহমান (৫০)। তিনি কানাইঘাট সদর ইউনিয়নের মৃত শহীদ আলীর ছেলে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে মারা যান তিনি।
জানা যায়, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় বার্ধক্য জনিত কারণে মারা যান কানাইঘাট সদর ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত শহীদ আলীর স্ত্রী সিদ্দেকা বেগম (৮৫)। বুধবার সকাল ১০টায় সোনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তার ছেলে এবাদুর রহমান (৫০)। দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এবাদের নিকটাত্মীয় রুমান আহমদ বলেন, মাকে খুব ভালোবাসতেন এবাদুর রহমান। হয়তো মায়ের মৃত্যু শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এদিকে মাত্র ১২ ঘন্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।