Sylhet Express

ফেঞ্চুগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

0 ৬৭৪

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি::    ফেঞ্চুগঞ্জের কটালপুর মাঝপাড়া গ্রামে পানিতে ডুবে মাহবুবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বাড়ীর পাশের রত্নার খালে ডুবে শিশুটি মারা যায়।

নিহত মাহবুবা আক্তার রাজনগর থানার কালামোহর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে। মাহবুবার নানার বাড়ী ফেঞ্চুগঞ্জের কটালপুর মাঝপাড়া গ্রামে।

শিশুটির খালাতো ভাই আব্দুল আজীজ খছরু জানান, মাহবুবা শুক্রবার দুপুরে তারা মা-বাবার সাথে নানার বাড়ীতে বেড়াতে আসে। বেড়াতে এসে নানা বাড়ীর পাশে রত্নার খালে পাড়ে খেলতে গিয়ে পানিতে নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য
Loading...