Sylhet Express

প্রথমবারের মতো লিলিয়াম ফুল চাষ

0 ২৬৪

বাংলাদেশে প্রথমবারের মতো লিলিয়াম ফুল ফুটেছে। কাট ফ্লাওয়ার বাণিজ্যে শীর্ষ ১০টি ফুলের মধ্যে লিলিয়ামের স্থান চতুর্থ। এর আগে আমদানি হতো এই ফুল। এখন দেশেই ফুটতে শুরু করেছে লিলিয়াম।

বসন্ত উৎসব, ভ্যালেন্টাইন ডে থেকে শুরু করে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ফুলের চাহিদা বাড়ছে। আর চাহিদার কথা ভেবেই গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে এ ফুলের ওপর গবেষণা শুরু হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট’র ফুল গবেষক ড: ফারজানা নাসরীন খান জানান, লিলিয়াম মূলত শীতপ্রধান দেশের ফুল। সূর্যালোকে এর উৎপাদন ভালো হয় না বলে বাগানে ছায়া তৈরি করে এর কন্দ লাগাতে হয়।

বর্ণবৈচিত্র্য, দীর্ঘস্থায়িত্ব ও ঘ্রাণের জন্য লিলিয়ামের খ্যাতি বিশ্বজোড়া। এশিয়াটিক ও ওরিয়েন্টাল লিলিয়ামের মধ্যে বাংলাদেশে চাষ উপযোগী এশিয়াটিক। এটি গন্ধহীন কিন্তু বর্ণের বৈচিত্র্য অনেক; চাষাবাদও তুলনামূলকভাবে সহজ। সৌন্দর্য বাড়াতে, বৈচিত্র্য আনতে এমনকি অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে লিলিয়াম। সূত্র: ডিবিসি নিউজ টিভি

মন্তব্য
Loading...